Centre of Indian Trade Unions conference

‘গিগ’-ছাঁটাই-শোষণ চক্র ভাঙার আহ্বান তপন সেনের

জাতীয়

Centre of Indian Trade Unions conference সম্পাদকীয় প্রতিবেদন পেশ করছেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন সেন।

সত্যব্রত ভট্টাচার্য


কাজ হারাচ্ছেন শ্রমজীবী মানুষ। ছাঁটাই হচ্ছে ব্যাপক হারে। একইসঙ্গে বাড়ছে অস্থায়ী শ্রমিকের সংখ্যা। ‘গিগ’ অর্থনীতির নামে তৈরি হচ্ছে অনলাইন শ্রমিক। এই অ্যাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় মালিকের সঙ্গে শ্রমিকের সরাসরি কোন যোগ থাকে না। তার ফলে এই মাধ্যমে শোষণের পরিমাণও বেশি। এটি কেবলমাত্র ভারতবর্ষের পরিস্থিতি নয়।

 সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে এই ব্যবস্থা। এই ব্যবস্থায় রাশ টানার বদলে কেন্দ্রীয় সরকার তাকে আরও জল হাওয়া দিয়ে চলেছে। তার ফলেই সারা দেশজুড়ে শ্রমিকদের অবস্থা শোচনীয় হচ্ছে। এই অবস্থা পরিবর্তনের জন্য সিআইটিইউ'র নেতৃত্বে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। 
বুধবার কর্নাটকে রাজধানী বেঙ্গালুরুতে সিআইটিইউ'র ১৭ তম সর্বভারতীয় সম্মেলনের এ কথা বলেছেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন সেন। সম্মেলনের কাজ ২২ জানুয়ারি অবধি চলবে। এদিন সম্মেলন মঞ্চে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সেন।

 
সিআইটিইউ'র সর্বভারতীয় সভাপতি কে হেমলতা বলেন, দেশজুড়ে শ্রমিকদের সচেতন করার কাজ করতে হবে সিআইটিইউ'কে। সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ। অথচ স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী ও শ্রমিকদের মজুরি এবং বেতন বাড়ছে না। কেন্দ্রীয় সরকার শ্রমিকদের সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বরাদ্দ কমিয়েছে। শ্রম আইন সংশোধনের মাধ্যমে সুরক্ষা কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলির সরকারের ভূমিকাও শ্রমিক বিরোধী। এর বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের পাশাপাশি শ্রমিক শ্রেণির মধ্যে সচেতনতা গড়ে তোলা জরুরি।


সিআইটিইউ'র সম্মেলন উপলক্ষে বেঙ্গালুরু শহরের নামকরণ করা হয়েছে কমরেড শ্যামল চক্রবর্তী নগর। কমরেড রঞ্জনা নারুলা এবং কমরেড রঘুনাথ সিংয়ের নামে সম্মেলন মঞ্চের নামকরণ করা হয়েছে। 
 

ছবি: রবীন গোলদার

Comments :0

Login to leave a comment