শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের দূর্গানগর কলোনিতে শুক্রবার রাতে ব্যক্তি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুন হওয়া ব্যক্তির নাম বিপুল গুপ্তা। অভিযোগ, বাড়ির শৌচালয়ে ঢুকে প্রতিবেশী রাম বর্মন ওই ব্যক্তিকে খুন করেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ। শনিবার অভিযুক্ত প্রতিবেশী রাম বর্মন শিলিগুড়ি আদালতে তোলার আগে জানায় শুক্রবার রাতে বিপুল গুপ্তার স্ত্রী লক্ষ্মী গুপ্তার সাথে বসে মদ খাবার সময় আচমকাই সেখানে চলে আসে বিপুল। এরপরেই বচসা শুরু হয়ে যায়। বচসা হাতাহাতিতে পৌঁছায়। খুন হওয়া ব্যক্তির স্ত্রীর সাথে অভিযুক্ত রামের অবৈধ সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। খুনের ঘটনার কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গতকাল রাতে নদীয়ার বাদকুল্লার রাজু ভৌমিকের বাড়িতে ঢুকে তাকে লক্ষ করে গুলি চালিয়ে খুন করে চলে যায় দুষ্কৃতীরা। রাজ্যে তৃণমূল সরকার আসার পর শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, খুন, ধর্ষণ, সিন্ডিকেটরাজ, বালি-পাথরের বেআইনি কারবার, তোলাবাজী, রাজনৈতিক সংঘর্ষে রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে। একের পর এক ঘটনায় রাজ্য তোলপাড় হয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
SILIGURI MURDER
শৌচালয়ে ঢুকে প্রতিবেশীকে খুন, গ্রেপ্তার অভিযুক্ত
×
Comments :0