স্কোরলাইন দেখে অবশ্য বোঝা শক্ত যে প্রথমেই ১ গোল খেয়ে গেছিল সবুজ মেরুন। সুমিত রাঠির ভুলেই গোল হজম করে মোহনবাগান। তবে , গোলটি খাওয়ার পরেই যেনো পরিবর্তন দেখা যায় কার্ডোজোর দলে। দুই উইং দিয়েই সচলভাবে সেন্টার রাখতে থাকেন রাজ বাসফোর ও সালহউদ্দিন। এর ফলস্বরুপ প্রথমার্ধেই ৬ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। এই ম্যাচে রাজ বাসফোর ও সালহউদ্দিনের খেলা বেশ নজর কাড়লো। সিনিয়র দলের কোচ মলিনা বাঁ দিকের উইংয়ের ক্ষেত্রে এই খেলোয়াড়টির কথা ভাবতেই পারেন ।
দ্বিতীয়ার্ধে রেলের দলটির গোলরক্ষক পরিবর্তন করেও কোনো লাভ হয়নি। দ্বিতীয়ার্ধেও রেল দুটি গোল খায় মূলত গোলরক্ষকের আউটিংয়ের ভুলেই । ডুরান্ড কাপের পর এই ম্যাচই এখনো পর্যন্ত সবথেকে ভালো পারফরম্যান্স মোহনবাগানের । এই জয়ের ফলে তারা জিইয়ে রাখলো শেষ ছয়ের আশা । তবে জয় পেলেও কাঁটা শুধুমাত্র সুমিত রাঠির জঘন্য পারফরম্যান্স । শেষ কয়েক বছরে তার খেলার মান তলানির দিকে । তাই তাকে নিয়ে এইবার চিন্তা করার সময় এসেছে ম্যানেজমেন্টের ।
Comments :0