ব্রিগেডের অভিমুখে রওনা হওয়ার আগেও এলাকায় প্রচার করছেন শ্রমজীবীরা।
শনিবার সকালে মালদহ শহরে পরিবহণের প্রাণকেন্দ্র রথবাড়ি ও সংলগ্ন পরিবহণ কেন্দ্র এলাকায় এই প্রচার করা হয়। নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম, মন্টু দাস, অর্জুন মণ্ডল, মানিক দাস প্রমুখ।
এই কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের পরিবহণ শ্রমিক বিরোধী ন্যায় সংহিতার ১০৬ ধারার ১ও ২ উপধারা বাতিলের দাবি জানানো হয়। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি জানানো হয়।
কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির পাশাপাশি চাকরি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি সহ সর্বক্ষেত্রে দুর্নীতি এবং আরজিকরে খুন হওয়া মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় যুক্ত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবিকে সামনে রেখে রবিবার শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি সংগঠনের আহ্বানে ব্রিগেড সমাবেশ। তার আগে এই প্রচার মিছিল পরিবহণ শ্রমিকদের। হয় মিছিল ও পথসভা।
ব্রিগেডের এই প্রচার কর্মসূচি থেকে আগামী ২০ মে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আহুত দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করারও আহ্বান জানানো হয়।
Brigade Maldaha
ব্রিগেডের অভিমুখে রওনা হওয়ার আগে পরিবহণ শ্রমিকদের প্রচার মালদহে

×
Comments :0