রবিবার ব্রিগেড। এর মধ্যেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা থেকে মানুষ রওনা হয়েছেন। কেউ বেরিয়ে পড়েছেন শুক্রবার রাতে। কেউ আবার শনিবার সকালে। প্রত্যেকের গন্তব্য ব্রিগেড প্যারেড ময়দান।
শনিবার সকাল থেকেই সাজানো হচ্ছে মাঠ। মঞ্চের প্রাথমিক কাঠামো তৈরি হয়ে গেছে। বাঁধা হয়ে গেছে চোঙ। স্বেচ্ছাসেবকরা চরম ব্যস্ত। চেন ফ্ল্যাগ, পতাকা লাগানোর কাজ চলছে।
বৃহস্পতিবার বৃষ্টি হয়েছিল কলকাতায়। শনিবারও তাপমাত্র খানিক কম।
অন্যবারের থেকে এই বারের ব্রিগেড একটু আলাদা। রাজ্যের শ্রমজীবী, কৃষিজীবী, খেতমজুর, বস্তিবাসী মানুষের ডাকে হচ্ছে ব্রিগেড সমাবেশ। প্রান্তিক খেটে খাওয়া শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তিবাসীদের দাবি দাওয়া নিয়ে হচ্ছে।
রাজ্যের সব জেলায় প্রচার চলছে জোর কদমে। শেষ ৩ দিনে তৈরি হচ্ছে কলকাতার ব্রিগেড সহ সংলগ্ন এলাকা। শিয়ালদহ ধর্মতলা হাওড়া মৌলালি এক্সাইড মোড় ইত্যাদি চত্বরে ব্রিগেডের রাস্তা চার সংগঠনের পতাকা দিয়ে সাজানোর কাজ শেষ। চেনা মাঠ ভরে উঠবে খেটে খাওয়া মানুষের লড়াইয়ের বার্তায়। প্রস্তুত হচ্ছে প্রত্যেকে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়াচ্ছে লড়াইয়ের বার্তা।
Brigade Rally
মাঠ সাজানোর কাজ চলছে জোরকদমে, তৈরি হচ্ছে ব্রিগেড

×
Comments :0