ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া দোতলা মোড়ের কাছে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে রবিবার দুপুরে। একটি গোডাউনে গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম ২জন। তাদের উদ্ধার করে ডোমজুড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এদিন দুপুরে বাঁকড়ায় একটি বহুতল বাড়ির নিচের তলায় একটি গোডাউনের মধ্যে বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং করা হচ্ছিল। সেই সময় হঠাৎই সিলিন্ডার ফেটে যায়। প্রচন্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলে এলাকার বাসিন্দারা গিয়ে দেখেন বিস্ফোরণে গোডাউনে জানলা দরজা এবং দেয়ালের একটা অংশ ভেঙে গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে আসে পুলিশ। আহত দুজন মনোজ এবং নাসিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই গোডাউনে যে অবৈধভাবে গ্যাস ভর্তি করা হত তা তারা জানতেন না। গত দু মাস ধরে মনোজ ঘর ভাড়া করে ওই ব্যবসা চালাচ্ছিলেন। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তাই তারা চাইছেন এই অবৈধ ব্যবসা বন্ধ হোক।
Gas Cylinder Blast
হাওড়ায় গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম ২
×
Comments :0