Gas Ieak Incident

দুর্গাপুরে মিষ্টির দোকানে গ্যাস লিক, ঘুমন্ত অবস্থায় মৃত ২, জখম ৬

রাজ্য

বড়দিনের ভোরে বিষাদ ছড়ালো শিল্প শহর দুর্গাপুরে। বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে দুইজন মিষ্টির দোকানের কারিগরের মৃত্যু হয়েছে। ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কা জনক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরি বি-জোন এলাকায় উইলিয়াম কেরি অ্যাভেনিউতে একটি মিষ্টির দোকানে। প্রতিদিনের মতন রাত্রে কাজ শেষে ৮ জন কারিগর মিষ্টির দোকানের গুদাম ঘরে ঘুমাতে গিয়েছিলেন রবিবার রাত্রে। গুদাম ঘরে ছিল একটি এলপিজি গ্যাস সিলিন্ডার ও একটি জ্বলন্ত উনানা ভাটি। মাঝ রাত্রে একজন কর্মচারি দোকান মালিককে ফোন করে তাদের প্রানান্তকর অবস্থার কথা জানান। মালিক এসে গুদাম ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে সংজ্ঞাহীন অবস্থায় তাদের উদ্ধার করে শোভাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম অতনু রুইদদাস ( ২২) ও বিধান বাউরি (২১)। মৃত ও আহতরা সবাই বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসিন্দা। ,গ্যাস সিলিন্ডারের গ্যাস লিক করেছিল নাকী জ্বলন্ত উনানের বিষাক্ত কার্বন মনোক্সাইড থেকে এমনটা হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

 

Comments :0

Login to leave a comment