বিহারে সাংবাদিক বিমলকুমার যাদব খুনের ঘটনায় পুলিশের জালে আরও দুই অভিযুক্ত। ঘটনার পর থেকেই পলাতক ছিল এই দু’জন। এর আগেই চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনায় পুলিশের জালে মোট আট অভিযুক্ত। এর মধ্যে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড রূপেশ যাদব এবং ক্রান্তি যাদব বর্তমানে সুপৌল ও আরারিয়ার জেলে বন্দি।
গত ১৮ অগাস্ট ভোরে সাংবাদিক বিমলকুমার যাদবকে বাড়িতে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আরারিয়ার পুলিশ সুপার অশোক কুমার সিং জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে এসআইটি আরারিয়া শহরের গোপন ডেরা থেকে পলাতক অন্যতম অভিযুক্ত মাধব যাদবকে গ্রেপ্তার করেছে। এদিকে, সোমবার রাতে নেপালে পালাবার সময় অভিযুক্ত শুটার অর্জুন শর্মাকে ধরে ফেলে এসআইটি। নেপাল সীমান্ত সংলগ্ন চাণক্য চকের থেকে তাড়া করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments :0