Himanta Biswa Sarma CPI-M

হিমন্তের বিরুদ্ধে কিছু করবে সুপ্রিম কোর্ট? প্রশ্ন তুলল সিপিআই(এম)

জাতীয়

মুখ্যমন্ত্রীর পদে বসে লাগাতার ঘৃণা ছড়াচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। এসআর-কে খারাপভাব ব্যবহারের জন্য উসকে চলেছেন প্রকাশ্যে। সুপ্রিম কোর্ট কি নিজে থেকে কোনও ব্যবস্থা নেবে?
আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য সংক্রান্ত প্রতিবেদন পোস্ট করে এই প্রশ্ন তুলল সিপিআই(এম)। 
সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সোশাল মিডিয়া পোস্টে দেওয়া হয়েছে জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের অংশও। গত মঙ্গলবারই বিশ্ব শর্মা বলেন যে আসামে ‘‘চার থেকে পাঁচ লক্ষ ‘মিঞা ভোটারের‘ নাম কাটা পড়বে।’’ 
গত মঙ্গলবার উজান আসামের ডিগবয়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে শর্মা বলেন, ‘হ্যাঁ, আমরা মুসলিমদের ভোট চুরি করছি। এসআরে ভোট চুরি আমাদের হাতেখড়ি। রাজ্যে এসআইআর যখন হবে,তখন চার-পাঁচ লক্ষ মুসলিম ভোট চুরি করব’। মুসলিম বিদ্বেষ চাগিয়ে দিতে তিনি বলেন, ‘মুসলিমদের এদেশে ভোট দেওয়ার কথা নয়। মুসলিমরা বাংলাদেশে গিয়ে ভোট দিক। আমাদের কাজ হলো মুসলিমদের কষ্ট দেওয়া।তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তাতেই আমাদের আনন্দ। কংগ্রেসের তাতে দুঃখ পাওয়ার কোনও কারণ নেই’। 
উল্লেখ্য, নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর’র দ্বিতীয় পর্বে ১২ রাজ্যে চালাচ্ছে এই প্রক্রিয়া। কিন্তু আসামকে এই প্রক্রিয়ায় রাখা হয়নি। আসামে হচ্ছে এসআর বা বিশেষ সংশোধন। আগামী বছরে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাডুর সঙ্গে বিধানসভা ভোট রয়েছে আসামেও। বাকি রাজ্যগুলিতে এসআইআর হলেও আসামে কেন হবে না, সে প্রশ্ন এসআইআর ঘোষণার সময় থেকেই রয়েছে। সুপ্রিম কোর্টে দায়ের মামলায় তা নিয়ে প্রশ্নও তোলা হয়েছে। এদিকে আসামে ভোটার তালিকা ঘিরে ভুয়ো অভিযোগ জমা করে নাম কাটানোর কারচুপি চলছে বলে বিজেপি’র বিরুদ্ধে সরব বিরোধীরা।
বিশ্ব শর্মার মন্তব্য, ‘আমার নির্দেশেই বিজেপি কর্মীরা অভিযোগ দায়ের করেছে। মিঞাদের বিরুদ্ধে অভিযোগ পড়তেই থাকবে। এর মধ্যে লুকানোর কিছু নেই।‘

Comments :0

Login to leave a comment