ISRAEL PALESTINE CONFLICT

২০২৩ সাল প্যালেস্তাইনের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর

আন্তর্জাতিক

প্যালেস্তাইনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ১৯৪৮ সালের পর অন্য যে কোনো বছরের তুলনায় ২০২৩ সালে সংঘাতে বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছে।
ব্যুরো অনুসারে, ২০২৩ সালে ২২,৪০৪ জন ফিলিস্তিনি মারা গেছে এবং ৭ অক্টোবর ইজরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে তাদের মধ্যে ২২,১৪১ জন নিহত হয়েছে।
ব্যুরো রবিবার জানিয়েছে, নিহত প্যালেস্তিনীয়দের ৯৮ শতাংশই গাজায়, যার মধ্যে প্রায় ৯ হাজার শিশু ও ৬ হাজার ৪৫০ নারী রয়েছে।
প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রবিবার বলেছেন, তাদের জনগণ অবিচল থাকবে স্বাধীনতার লক্ষ্যে এবং তাদের ন্যায্য অধিকার মেনে চলবে এবং তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত করা মেনে নেবে না।
ফাতাহ আন্দোলনের প্রতিষ্ঠার ৫৯তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে আব্বাস বলেন, প্যালেস্তিনীয় কর্তৃপক্ষ, যার প্রধান তিনি, তাদের এক ইঞ্চি এলাকাও ছাড়বে না এবং গাজার প্রতি তাদের দায়িত্ব ত্যাগ করবে না।
তিনি প্যালেস্তিনীয়দের স্বাধীনতা ও স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক আইন এবং প্রস্তাবনার ভিত্তিতে একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানান।

Comments :0

Login to leave a comment