নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে নিহত সিপিআই (মাওবাদী) -র সাধারণ সম্পাদক বাসবরাজ সহ ২৬ জন মাওবাদী। মাওবাদীদের কেন্দ্র অবুঝমাড়ে আধা সামরিক বাহিনী ঢুকে পড়ে। শুরু হয় গুলির লড়াই। তবে বাসবরাজের নিহত হওয়ার আনুষ্ঠানিক কোন ঘোষণা কোন পক্ষ থেকে নেই।
বাসবরাজকে দীর্ঘদিন ধরে খুঁজছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনআইএ এবং তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ পুলিশ। নিরাপত্তা বাহিনীর দাবি এই অপারেশনের ফলে বড় ধাক্কা আনা সম্ভব হয়েছে মাওবাদীদের সংগঠনে।
ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্ত এলাকা জুড়ে একাধিক জঙ্গলে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর জাওয়ানরা। একাধিক বার গুলির লড়াই হয়েছে দুই পক্ষের মধ্যে, বহু মাওবাদী নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ২১ দিন টাকা অভিযান চালিয়ে একাধিক ডেরা থেকে তারা বন্দুক, ল্যান্ড মাইন সহ একাধিক জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছে।
Comments :0