পাকিস্তানের বিমান হানায় আফগানিস্তানের তিন তরুণ ক্রিকেটারের মৃত্যুতে প্রবল ক্ষোভ জানালেন স্পিনার রশিদ খান।
শুক্রবার পাক আফগান সীমান্তবর্তী আফগানিস্তানের প্রাকতিকা প্রদেশে বিমান হানা চালায় পাকিস্তান। গত সপ্তাহে দু'দেশের টানা সংঘর্ষে বহু নাগরিক নিহত হয়েছেন। ৪৮ ঘণ্টা সংঘর্ষ বিরতি শেষ হয়েছে শুক্রবার। আফগানিস্তানের অভিযোগ সংঘর্ষ মেয়াদ বিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই হামলা চালিয়েছে পাকিস্তান।
শনিবার আফগানিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে নিহতরা হলেন ক্রিকেটার কবীর আগা, হারুন এবং সিবগাতুল্লা। নিহত ১০ জনের মধ্যে রয়েছেন তাঁরাও। প্রতিবাদে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম তুলে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
শনিবার বিবৃতিতে রশিদ খান বলেছেন এই আক্রমণ বর্বর কাজ। নাগরিক এলাকায় বোমা ফেলা হয়েছে। মানবাধিকার লংঘন করা হচ্ছে।
Rashid Khan
পাক হানায় মৃত্যু আফগানিস্তানের তিন ক্রিকেটারের, ক্ষোভ রশিদ খানের

×
Comments :0