শনিবার মধ্যরাতে হাওড়ার শ্যামপুরে দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। ওদিন রাতে কালী পুজো দেখে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া শ্যামপুর রোডে শ্যামপুর থানার নবগ্রাম অঞ্চলের ধ্বজা মাস্টার মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতেরা হল বিজয় হাতি, শান্তনু হাতি এবং কুন্তল দাস। মৃতদের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তাঁদের বাড়ি শ্যামপুর থানার ধান্দালী হাতি পাড়া এলাকায়।
শ্যামপুর থানার পুলিশ মৃতদেহ তিনটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার শামপুরের বালিচাতুরি অঞ্চলে একটি কালীপুজোর অনুষ্ঠানে তিন যুবক গিয়েছিল। অনুষ্ঠান শেষে রাতে বাইক চেপে বাড়ি ফিরছিল তিন যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে রাত সাড়ে বারোটা নাগাদ ধ্বজা মাস্টার মোড়ের কাছে একটি গাড়ি তাদের ধাক্কা মেরে চলে যায়। দুর্ঘটনায় তিনজনেই রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে নিহত তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। ঘাতক গাড়ির চালক পলাতক। তার খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
Comments :0