3 workers died

নদীয়ায় সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত তিন

রাজ্য

3 workers died


একটি নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে সেন্টারিং এর কাজ করতে নেমে তিন জনের মৃত্যু হলো নদীয়ার ভীমপুর থানার নতুন পাড়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম সুমন বিশ্বাস, শুভেন্দু দে ও কালু দে। 

দমকলের তরফে জানানো হয়েছে ভীমপুরের নতুন পাড়ায় দিলীপ বিশ্বাস নামে এক ব্যক্তি বাড়ি তৈরি করছেন। সেখানেই শ্রমিকরা সেপটিক ট্যাংক তৈরি করেছিলেন রাজ মিস্ত্রীরা। এদিন সেপটিক ট্যাংকের  সেন্টারিং কাঠ খোলার জন্য প্রথমে একজন শ্রমিক নামেন। দীর্ঘক্ষণ তাঁর সারা শব্দ না পেয়ে আরো দুজন পরপর নামেন। তাদেরও সারা শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। খবর যায় দমকলে। ঘটনাস্থলে এসে তিন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঠিক কি কারণে ওই ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। এলাকায় ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment