gas explosion in China

চীনের রেস্তোরায় বিস্ফোরণ, নিহত ৩১

আন্তর্জাতিক

চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে বুধবার রাতে গ্যাস বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছে, সেখানকার বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। ড্রাগন বোট ফেস্টিভ্যাল ছুটির ঠিক আগে বুধবার সন্ধ্যায় নিংজিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী শহর ইনচুয়ানের একটি বারবিকিউ রেস্তোরাঁ থেকে ঘটনাটি জানানো হয়েছে।

আনুমানিক ৮:৪০এ বিস্ফোরণটি ঘটে একটি জনবহুল রাস্তায়, যখন লোকেরা উৎসবের প্রস্তুতিতে জড়ো হচ্ছিল। এলাকায় উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে বলে জানিয়ে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিস্ফোরণের প্রধান কারণ রেস্টুরেন্টের একটি তরল পেট্রোয়ায়াম গ্যাস ট্যাঙ্ক থেকে গ্যাস লিকেজ বলে মনে করা হচ্ছে। 

সিনহুয়া আরও উল্লেখ করেছে যে সাতজন ব্যক্তি বর্তমানে পুড়ে যাওয়া এবং আহত হওয়ার জন্য চিকিৎসাধীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রধান শিল্প ও সেক্টরে নিরাপত্তা তদারকি বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

Comments :0

Login to leave a comment