Jaipur-Mumbai Express

জয়পুর এক্সপ্রেসে এলোপাথাড়ি গুলিতে মৃত ৪

জাতীয়

Jaipur-Mumbai Express

আবারো প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। চলন্ত ট্রেনের ভিতর চলল গুলি। সোমবার সকালে জয়পুর-মুম্বই এক্সপ্রেস ট্রেনে এক আরপিএফের কনস্টেবল গুলি চালান। এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন আরপিএফের এএসআই সহ চার সাধারণ যাত্রীর। রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের দিকে যাচ্ছিল জয়পুর-মুম্বই এক্সপ্রেস ট্রেনটি। এদিন ভোর ৫টা ২৩ মিনিট নাগাদ মহারাষ্ট্রের পালঘর স্টেশনের কাছে ট্রেনটি পৌঁছনোর আগে ১২৯৫৬ জয়পুর-মুম্বই এক্সপ্রেসের বি ফাইব কোচে গুলিবর্ষণ শুরু করে চেতন সিংহ নামে এক আরপিএফের কনস্টেবল। গুলিতেই প্রাণ হারান ৪ জন। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। নিহতদের মধ্যে একজন আরপিএফ'র এএসআই রয়েছেন। তিনজন সাধারণ যাত্রীও রয়েছেন নিহতদের মধ্যে। এএসআই সহ চারজনকে গুলি করে হত্যা করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল সিটি চেতন। অভিযুক্ত কনস্টেবলকে আটক করে বোরিভালি থানায় নিয়ে গেছে মুম্বই রেলওয়ে পুলিশ।


যাত্রীদের নিরাপত্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে টহল দেওয়া  আরপিএফ'র কর্মী চলন্ত ট্রেনে চার যাত্রীকে হত্যায় প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। বি ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অভিযুক্ত। কী কারণে আরপিএফের কনস্টেবল গুলি চালালোর ঘটনা ঘটিয়েছে, তা জানতে অভিযুক্তকে জেরা করা হচ্ছেবলে খবর রেল পুলিশ সূত্রে।

Comments :0

Login to leave a comment