সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। ইংল্যান্ড সিরিজের আগেই অবসর ঘোষণা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে তার হাজারো সাফল্য , খেতাবের সঙ্গে তার মুকুটে জুড়ল এক নতুন পালক। সর্বাধিক ৪বার ' আইসিসি টিম অফ দ্যা ইয়ার ক্যাপ্টেন ' সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। ২০১৭, ২০১৮ , ২০১৯ এবং ২০২০ তে পর পর চারবার এই খেতাব জেতেন তিনি। তার আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক রিকি পন্টিং এবং প্রাক্তন ইংরেজ অধিনায়ক এলেস্টার কুক এই খেতাব জিতেছেন মোট ৩বার। ২০০৪ , ২০০৫ এবং ২০৭ সালে এই খেতাব জিতেছিলেন পন্টিং। ২০১৩ , ২০১৫ এবং ২০১৬তে এই খেতাব জিতেছিলেন কুক। ভারতের অধিনায়ক হিসেবে মোট ১১টি টেস্ট খেলে বিরাটের জয় ১০টিতে। ১২৩টি টেস্ট ম্যাচ খেলে তার মোট রানের সংখ্যা ৯২৩০। ২১০টি ইনিংসে তার রানের গড় ৪৬.৮৫। নিজের ক্যারিয়ারে আপাতত ৮১টি শতরানের মধ্যে টেস্টেই করেছেন ৩০টি শতরান। ২০১৪-১৫ বর্ডার - গাভাস্কার সিরিজে তার অধিনায়ক হিসেবে অভিষেক ঘটেছিল। সেই সিরিজে ১৪১বলে ১১৫করেন বিরাট। আসন্ন ইংল্যান্ড সিরিজে রোহিত ও বিরাটের অনুপস্থিতি ভালো মতোই ভোগাবে বলে মনে করছেন কুম্বলে , সম্বরণ ব্যানার্জির মতো প্রাক্তনীরা। রোহিত ও বিরাটের মতো দুই অধিনায়কের জুতোয় পা গলাতে চলেছেন সম্ভবত শুভমন গিল অথবা বুমরাহ ।
VIRAT KOHLI
বিরাটের মুকুটে নতুন পালক

×
Comments :0