৫-র পর ৭। সিউড়ির পর নানুর। পরপর দু-দিন। খাবারে বিষ মিশিয়ে কুকুর মারার ঘটনা অব্যাহত বীরভূমে। মাস খানেক আগেই বোলপুরেও একইভাবে ৬ সদ্যোজাত শিশুকে এভাবেই মারার ঘটনা ঘটেছিল। ফলে এক জেলায় এভাবে পরপর অবলা প্রাণীদের খুন করার ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছেন পশুপ্রেমীরা।
গত বুধবার সিউড়ির টিনবাজার এলাকায় উদ্ধার হয়েছিল ৫টি মৃত কুকুর। অনুমান, তাদের বিষ মিশিয়ে মারা হয়েছে। বৃহস্পতিবার একইভাবে নানুরের গোমরা গ্রামে একসঙ্গে ৭টি পথ কুকুরকে বিষ দিয়ে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠেছে। অসুস্থ আরও একাধিক কুকুর। স্থানীয় সূত্রে জানা যায়, কেউবা কারা খাবারের বিষ মিশিয়ে খাওয়ানোর পর মৃত ও অসুস্থ কুকুরগুলিকে নদীর ধারে ফেলে দেয়। সেখান থেকেই এদিন উদ্ধার হয়েছে কুকুরগুলি। অসুস্থ কুকুর ছানাদের মুখ দিয়ে ফ্যনা বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা নানুর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে খবর দেন। চিকিৎসক গিয়ে অসুস্থ কুকুর ছানাদের চিকিৎসা করেন। পশু চিকিৎসকদের কথায়, বিষক্রিয়ার জন্য কুকুরগুলি মারা গেছে। মাস খানেক আগেই বোলপুরের কৃষকবাজারে এমনই ছয় কুকুর ছানার নিথর দেহ উদ্ধার হয়েছিল। তাদের সাথেও একই ঘটনা ঘটানো হয়েছিল বলে দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর।
Nanur
কুকুর মারার ঘটনা অব্যাহত বীরভূমে
×
Comments :0