Aravalli

আরাবল্লি রক্ষায় চার রাজ্যে ৭০০ কিলোমিটার পদযাত্রা

জাতীয়

আরাবল্লি রক্ষায় ৭০০ কিলোমিটার যাত্রা করবে পরিবেশ কর্মী এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের মঞ্চ। শনিবার থেকে শুরু হবে এই যাত্রা। 
এই সংগঠন ‘আরাবল্লি বিরাসত জন অভিযান’ বলেছে, ‘প্রাচীনতম এই পর্বতমালা এলাকায় যে স্থিতিশীল খনন পরিকল্পনার কথা বলা হচ্ছে তা আসলে ভাঁওতা। আরাবল্লিকে রক্ষার জন্য দরকার কঠোর সংরক্ষণের বিধি।’
আরাবল্লিকে ঘিরে বিতর্ক তীব্র হয় পর্বতের সংজ্ঞা বদলে দেওয়ায়। একশো মিটারের কম উচ্চতা হলে সেই অংশকে পর্বত বলা ধরা হবে না বলে প্রথম বলা হয় কেন্দ্রের একটি রিপোর্টে। পরে তাকে অনুমোদন করে দেয় সুপ্রিম কোর্ট। পরিবেশবিদরা বলেন আরাবল্লির বেশিরভাগ অংশই এই উচ্চতার কম। তার মানে এই নয় যে খননের জন্য গোটাটা খুলে দিতে হবে। সেক্ষেত্রে গোটা উত্তরভারতে প্রাকৃতিক বিপর্যয় হবে। শুরু হয় আন্দোলন, বিক্ষোভ। পরে সুপ্রিম কোর্ট নতুন সংজ্ঞার ভিত্তিতে আপাতত খনন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। আদালত বান্ধবকে আরাবল্লির সংজ্ঞা বিষয়ক নতুন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে সম্প্রতি। 
পরিবেশবিদ নীলম আলুওয়ালিয়া এই ঘটনাক্রম তুলে ধরে বলেছেন, ‘‘আরাবল্লিতে গত কয়েক দশক ধরে বেপরোয়া খনন হচ্ছে। পাহাড় কেটে ফেলা হচ্ছে। ধ্বংস হচ্ছে বনাঞ্চল। অনুমোদিত এবং বেআইনি, দু’ধরনের খননেই বিপুল ক্ষতি হচ্ছে। তার প্রভাব পড়ছে এই প্রাকৃতিক অংশে বসবাসকারী বিপুল অংশের ওপর। রিয়েল এস্টেটের জন্য পাহাড় মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছেমতো।’’
পরিবেশবিদদের বক্তব্য, আরাবল্লিতে বৃষ্টির জল মাটির নিচে জমা হওয়ার সুযোগও সমানে কমছে। বিস্তীর্ণ অংশে জলস্তর নেমে যাচ্ছে। 
এই যাত্রার আয়োজকরা বলছেন গুজরাট থেকে শুরু করে চার রাজ্য- রাজস্থান, হরিয়ানা এবং দিল্লিতে হবে এই পদযাত্রা। চল্লিশ দিন ধরে চলবে কর্মসূচি। যাত্রাপথে ছোট ছোট গ্রামে, জনপদে বাসিন্দাদের কাছে বিপদের কথা ব্যাখ্যা করা হবে।

Comments :0

Login to leave a comment