তথ্য প্রমান নিয়েই নবান্নের উদ্দেশ্যে রওনা দিলেন জুনিয়ার চিকিৎসকদের প্রতিনিধি দল। সোমবার বিকেল পাঁচটায় নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন চিকিৎসকরা। তাদের দশ দফা দাবিকে সামনে রেখে হবে বৈঠক। ইতিমধ্যে শনিবার ফোনে মুখ্যমন্ত্রীকে তারা তাদের দাবি গুলো জানায়। তার মধ্যে তৃতীয় যেই দাবি যা হচ্ছে স্বাস্থ্য সচিবের অপসারন এবং দুর্নীতির দায় স্বাস্থ্য দপ্তরকে নিতে হবে যেই দপ্তর মুখ্যমন্ত্রী নিজে দেখেন সেই দাবি তিনি মানেননি। স্পষ্ট জানিয়ে দেন যে কোন সরকার কি করবে তা কেউ বলে দিতে পারেন না। এর সাথে মমতা ব্যানার্জি আরও বলেন যে প্রমান থাকলে এই বিষয় তারা তদন্ত করবে।
মুখ্যমন্ত্রীর সেই কথা মতো এদিন বেশ কিছু নথি নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। গতকাল সিনিয়ার চিকিৎসকরা বেশ কিছু দুর্নীতির বিষয় মেইল করে জানান মুখ্যমন্ত্রীকে।
৪:১৯ মিনিটে যখন জুনিয়ার চিকিৎসকরা নবান্নে যাচ্ছিলেন তখন উপস্থিত থাকা সাধারণ মানুষ শঙ্ক বাজিয়ে তাদের যাত্রা শুরু করেন। দেবাশিষ হালদার বলেন যে, তারা আশাবাদি দাবি ছিনিয়ে আনতে পারবেন। ১৫ জনের প্রতিনিধি দল নবান্নে গিয়েছেন। সরকারের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল যে ১০ জনের বেশি কেউ যেতে পারবেন না এবং অনশন তোলার পর তারা বৈঠকে যেতে পারবেন। সরকারের এই দুই শর্ত মানেননি জুনিয়ার চিকিৎসকরা।
Comments :0