অনিন্দিতা দত্ত
উত্তরবঙ্গে সরকারি ভবন ‘উত্তরকন্যা’-র গেটে তালা ঝুলল। পুলিশ বাহিনীর কোনও তৎপরতাই আটকাতে পারল না ডিওয়াইএফআই কর্মীদের। গেটে পড়ল পোস্টার, ‘উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হদিস চাই।’’
                        
                        
বৃহস্পতিবারই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। এক মাসের বেশি সময় প্রস্তুতি চলেছে চা-বাগান, হাট-বাজার, মহল্লায়। এদিন উত্তরবঙ্গের সব জেলা থেকে যুব কর্মীরা আসেন শিলিগুড়িতে। 
কর্মসূচি শুরুর মুখেই, কার্যত, পুলিশ কিছু বুঝে ওঠার আগে যুবকর্মীদের কয়েকজন পৌঁছে যান উত্তরকন্যার গেটে। ঝুলিয়ে দেন তালা।
                        
                        
যুবকর্মীরা বলেছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না। উত্তরকন্যায় আসেন না। তাই প্রতীকি তালা ঝোলানো হয়েছে।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0