নিউ আলিপুরে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ আলিপুরের দূর্গাপুর ব্রিজের পাশেই বি পি পোদ্দার হাসপাতাল সংলগ্ন এলাকায় ঝুপড়িতে আগুন লেগেছে। ওই ব্রিজে বন্ধ করা হয় যান চলাচল। দমকলের প্রায় ১০টি ইঞ্জিন ইতিমদ্ধে এসে উপস্থিত হয়েছে। দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে তাঁদের সাথে হাত লাগিয়েছেন পাশের সেনা ছাউনির সেনাবাহিনীর জওয়ানরা। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকলের কর্মীরা আগুন চেষ্টা করছেন যাতে আগুন ছড়িয়ে না পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। তার থেকেই আগুন ধরে গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত ২০ ডিসেম্বর শুক্রবার সকালে তপসিয়ার এক বস্তিতে ভয়াবহ আগুন লেগেছিল। প্রায় শতাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায় কিছুক্ষনের মধ্যেই। দমকলের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Comments :0