TEST PAPER ABTA JALPAIGURI

চা বাগান, দরিদ্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার দেবে এবিটিএ

জেলা

চা বাগানের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার দেবে শিক্ষক সংগঠন এবিটিএ। আর্থিক সঙ্কটাপন্ন পরিবারের ছাত্রছাত্রীদেরও টেস্ট পেপার দেওয়া হবে বিনামূল্যে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্রকাশ করে জলপাইগুড়িতে এই সিদ্ধান্ত জানিয়েছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। 
জলপাইগুড়িতে এবিটিএ সদর মহকুমার সভাপতি হিমাংশু সরকার বলেন, ‘‘চা বাগানের ছাত্রছাত্রী সহ আর্থিক সঙ্কটাপন্ন পরিবারের ছাত্রছাত্রীদের  বিনামূল্য টেস্ট পেপার দেওয়া হবে। বিগত কয়েক বছর থেকেই সংগঠন এই অংশকে বিনামূল্যে টেস্ট পেপার দিচ্ছে।’’ 
১৯৩৭ সাল থেকে এবিটিএ টেস্ট পেপার প্রকাশ করে আসছে। দশকের পর দশক ধরে ছাত্রছাত্রীদের ভরসার আরেক নাম এবিটিএ’র টেস্ট পেপার। পরিবর্তনের সরকার বহু ভাবেই এবিটিএ’র টেস্ট পেপার বন্ধ করতে চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু আজও ছাত্রছাত্রীদের কাছে এই টেস্ট পেপারের চাহিদা সর্বাধিক। 
শুক্রবার টেস্ট পেপার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment