SFI

সাম্প্রদায়িকতা বিরোধী প্রচারে অভিনব উদ্যোগ এসএফআই’র

কলকাতা

SFI STUDENTS POLITICS HYDERABAD UNIVERSITY BENGALI NEWS

গোটা দেশ এবং রাজ্যজুড়ে যখন মানুষে মানুষে ভেদাভেদ এবং ধর্মীয় মেরুকরণের বীজ বপন করতে চাইছে বিজেপি ও আরএসএস, ঠিক সেই সময়েই সাম্প্রদায়িকতা বিরোধী প্রচারে অভিনব উদ্যোগ নিল ভারতের ছাত্র ফেডারেশন। এসএফআই যাদবপুর-বাঘাযতীন আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত হল ওপেন সেমিনার এবং বই বিনিময় কর্মসূচি।

এসএফআই কলকাতা জেলার ডাকে এই ওপেন সেমিনার ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় সম্পন্ন হয়েছে। এবার যাদবপুর-বাঘাযতীন আঞ্চলিক কমিটির উদ্যোগে, বিজয়গড়ে ওপেন সেমিনারের আয়োজন করা হল। এই সেমিনারের বিষয় ছিল, “ইতিহাসের মুখোমুখি ছাত্ররা”। সেইসঙ্গে, বাম ছাত্র কর্মীদের উদ্যোগে আয়োজিত বই বিনিময় কর্মসূচিও হয়।

ওপেন সেমিনারে আলোচনা করেন অধ্যাপক অর্ণব ভট্টাচার্য। বাম ছাত্র কর্মীরা ছাড়াও, গণআন্দোলনের কর্মী এবং অঞ্চলের সাধারণ মানুষরাও যুক্ত হন এই কর্মকাণ্ডে। বিশেষ করে, এই সময়ে দাঁড়িয়ে স্রোতের বিপরীতে থেকে মানুষের কাছে পাল্টা বার্তা পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই।

এই কর্মসূচিতে স্থানীয় ছাত্র কর্মীরা ছাড়াও, আঞ্চলিক এবং জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment