অন্যকথা
মুক্তধারা
মাউন্ট এভারেস্টের নাম কিভাবে এলো
তপন কুমার বৈরাগ্য
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। যার বর্তমান উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার।হিমালয় নবীন ভঙ্গিল পর্বত বলে
এর উচ্চতা প্রতিবছর বেড়ে যাচ্ছে। ১৯৫৩ খ্রিস্টাব্দের ২৯শে মে এডমন্ড হিলারী এবং তেনজিং নোরগে এই শৃঙ্গ প্রথম জয় করেন।
প্রথম মহিলা হিসাবে জাপানের জুনকো তাকেই ১৯৭৫খ্রিস্টাব্দের ১৬মে এই শৃঙ্গ জয় করেন। রাধানাথ শিকদার গণিতশাস্ত্রে তাঁর
পান্ডিত্যর জন্য সুবিদিত ছিলেন।১৮৪৩খ্রিস্টাব্দে তিনি আমাদের দেশের ত্রিকোণমিতিক জরিপ বিভাগে নিযুক্ত হন। তিনি জরিপের
কাজে নতুন বৈজ্ঞানিক পন্থা উদ্ভাবন করেন।এই বিভাগের প্রধান ছিলেন জর্জ এভারেস্ট।গণিতে রাধানাথ শিকদারের
দারুণ জ্ঞান দেখে জর্জ এভারেস্ট খুবই বিস্মিত হন।তিনি রাধানাথকে উচ্চতর গণিত বিষয়ে শিক্ষা দেন।রাধানাথ শিকদার
জর্জ এভারেস্টকে গুরু বলে মেনে নেন।হিন্দু কলেজে পড়ার সময় এই কলেজের অঙ্ক বিভাগের প্রধান ড.টাইলারের প্রিয়
ছাত্র ছিলেন রাধানাথ। জর্জ এভারেস্টের ইচ্ছে অনুযায়ী ১৮৪৫ থেকে ১৮৫০ খ্রিস্টাব্দের মধ্যে হিমালয়ের ঊনআশিটা পর্বতশৃঙ্গের
উচ্চতা পর্যবেক্ষণ করেন।এর মধ্যে তিনি ৩১টার নাম স্থানীয়ভাবে জানতে পারেন এবং সেই নামগুলো তিনি তৎকালীন সার্ভেয়ার
জেনারেল অ্যান্ড্রুওয়ার কাছে জানান। অ্যান্ড্রুয়ার তাকে হিমালয়ের ১৫সংখ্যক শৃঙ্গের উচ্চতা নির্ণয় করতে বলেন। তিনি ত্রিকোণমিতির
সাহায্যে এর উচ্চতা নির্ণয় করেন। তিনিই প্রথম বলেন যে এটায় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।তিনি দেখান যে এই ১৫নম্বর চূড়াটার
উচ্চতা ২৯০০০ফুট বা৮৮৩৯মিটার। এই ১৫নম্বর শৃঙ্গের উচ্চতা নির্ণয় করার পর এর নামকরণ নিয়ে একটু সমস্যা দেখা দেয়।
অ্যান্ড্রুওয়া খুব ভালো মানুষ ছিলেন।তিনি রাধানাথ শিকদারকে বলেন যে তার নামেই এই ১৫নম্বর শৃঙ্গের নামকরণ হোক।
রাধানাথের মনে পড়ল জরিপ বিভাগীয় প্রাক্তন কর্তা জর্জ এভারেস্টের কথা ।তার ইচ্ছে অনুসারে রাধানাথ জরিপ
বিভাগের কাজে যুক্ত হয়েছিলেন।তা ছাড়া জর্জ এভারেস্টের কাছে তিনি উচ্চতর গণিতে পড়াশোনার সুযোগ পান।তাই
তিনি গুরুদক্ষিণার কথা ভুলে গেলেন না। সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রুওয়া কে বলেন যে ১৫নম্বর সর্বোচ্চ চূড়ার নামকরণ হোক
জর্জ এভারেস্টের নামে। রাধানাথের গুরুভক্তি দেখে অ্যান্ড্রুওয়া সাহেব বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন।তিনি সানন্দে বিষয়টা
মেনে নিলেন।সালটা ছিল ১৮৬৫ খ্রিস্টাব্দ।তিনি তাঁর পূর্বসূরি জর্জ এভারেস্টের নামানুসারে তুষারবৃত্ত হিমালয়ের নামকরণ করেন
'মাউন্ট এভারেস্ট'।
Comments :0