Adani Hindenburg Row

আদানি তদন্তে আরও সময় চাইলো সেবি

জাতীয়

Adani Hindenburg Row


আদানি গোষ্ঠীর শেয়ার বাজারে কৃত্রিম দাম তৈরি সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে তদন্ত করার জন্য ‘সেবি’-কে আরও তিন মাস সময় দিতে পারে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুক্রবার এ কথা জানিয়েছে। ২ মার্চ সেবি-কে তদন্তের জন্য দু’মাস সময় দেওয়া হয়েছিল। সেবি’র তরফে আদালতকে বলা হয়েছে, সমস্ত অ্যাকাউন্ট ও লেনদেনের হিসাব করতে হবে। দেশের মধ্যে ছাড়াও বিদেশের নিয়ন্ত্রক সংস্থার সাহায্য লাগবে। এই কাজ সময়সাপেক্ষ। তারা ছ’মাস সময় চায়। শীর্ষ আদালত তার বদলে আরও তিন মাস সময় দিতে পারে বলে জানিয়েছে। সুপ্রিম কোর্ট যে বিচারপতি সাপ্রে কমিটি তৈরি করেছিল, তাদেরও দু’মাস সময় দেওয়া হয়েছিল। তারা রিপোর্ট আদালতে জমা দিয়েছে। সোমবার সেই রিপোর্ট সম্পর্কে জানানো হবে।

Comments :0

Login to leave a comment