ALL INDIA AGRICULTURAL WORKERS

জলপাইগুড়িতেও বিক্ষোভে খেতমজুররা

জেলা

অবস্থান জলপাইগুড়ির খড়িয়ায়। ছবি: দীপশুভ্র সান্যাল

একশো দিনের কাজের বকেয়া মজুরি, নতুন করে কাজ দেওয়ার দাবিতে খেতমজুররা নামলেন রাস্তায়। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জায়গায় দাবি জানিয়েছেন গ্রামের গরিব জনতা। জলপাইগুড়িতেও সারা ভারত খেতমজুর ইউনিয়নের ডাকে হয়েছে বিভিন্ন ব্লকে সারাদিনের অবস্থান, স্মারকলিপি প্রদান, মিছিল। 

জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম পঞ্চায়েত দপ্তরে সংগঠনের তরফে অবিলম্বে ১০০ দিনের কাজের মজুরি প্রদান, ১০০ দিনের কাজকে ২০০ দিন করা, আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সমস্ত গরিব মানুষকে আবাস যোজনার ঘর প্রদান, গ্রামের ভাঙা রাস্তাঘাট অবিলম্বে সংস্কার, প্রতি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, অবিলম্বে সমস্ত বন্ধ হয়ে থাকা ভাতা প্রদান, সব খেতমজুরকে মাসিক ৬০০০ টাকা পেনশন প্রদান, অবিলম্বে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা সহ বিভিন্ন দাবিতে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে স্মারকলিপি দেওবা হয়।

অবস্থানে সভাপতিত্ব করেন সারা ভারত খেতমজুর ইউনিয়ন সদর ব্লক কমিটির সম্পাদক ইন্দ্রনীল বসু খেতমজুর আন্দোলনের বর্ষীয়ান নেতা সমীজউদ্দিন আহমেদ। 

Comments :0

Login to leave a comment