বৃহস্পতিবার আইএসএলের ম্যাচে জামশেদপুরকে হারাল নর্থইস্ট ইউনাইটেড। খেলার ফল ২-০। জোড়া গোল আলাদিনের। এই নিয়ে মোট ১৮টি গোল করে ফেললেন আলাদিন। আইএসএলের শীর্ষে গোলদাতার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। কুর্নিশ জানাতেই হয় নর্থইস্ট র স্কাউট ম্যানেজমেন্টকে। কম বাজেটেও ভালো মানের বিদেশী চয়নে অগ্রগণ্য ভূমিকাই পালন করেছে নর্থইস্ট ম্যানেজমেন্ট। ম্যাচ জিতে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইলো ডুরান্ড জয়ী নর্থইস্ট। অন্যদিকে ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জামশেদপুর।
Comments :0