Bank Strike

সপ্তাহে ৫দিন কাজের দাবিতে ব্যাঙ্ক ধর্মঘট দেশে, রাজ্যেও

রাজ্য

জলপাইগুড়িতে ধর্মঘটে শামিল ব্যাঙ্ককর্মীরা।

সপ্তাহে পাঁচ দিন কর্মদিবসের দাবিতে দেশব্যাপী ব্যাঙ্ক শিল্পের ধর্মঘটে এরাজ্যেও বিপুল সাড়া মিললো। চুক্তি অনুযায়ী সাপ্তাহিক কাজের সময় নির্দিষ্ট করার দাবিতে মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘট করেছেন ব্যাঙ্ককর্মীরা। শ্রমকোড বাতিলের দাবিতেও সর্ব হয়েছে ধর্মঘটে অংশ নেওয়া ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকরা। 
এদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধর্মঘটে শামিল হয়েছেন ব্যাঙ্কের বিভিন্ন বিভাগের অফিসার থেকে শ্রমিক কর্মচারীরা। ধর্মঘটকে সর্বাত্মক সফল করার জন্য সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বেফি)। 
উল্লেখ্য, আরবিআই, এলআইসিআই, জিআইসি, স্টক এক্সচেঞ্জ সহ দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান শনি ও রবি বাদে সপ্তাহে পাঁচদিন কাজের সময় চালু রয়েছে। কিন্তু ব্যাঙ্ক শিল্পের মতো আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের সে সুবিধা মেলে না। এ নিয়ে ব্যাঙ্ক ইউনিয়নগুলি ধারাবাহিক দাবি জানিয়ে আসলেও সরকারি তরফে কোনো সুরাহা করা হয়নি। 
ব্যাঙ্ক ইউনিয়ন সমূহ এই মর্মে প্রস্তাবও রেখেছে যে প্রয়োজনে প্রতিদিন অন্তত ৪০ মিনিট বাড়তি পরিষেবা দিয়ে ব্যাঙ্ক কর্মচারীরা গ্রাহকদের সহায়তা করতে প্রস্তুত। তা সত্ত্বেও সরকারি তরফে এ নিয়ে কোনো ভুমিকা বা পদক্ষেপ দেখা যাচ্ছে না। 
উল্লেখ্য, এমনিতেই নানা অভিসন্ধির মধ্য দিয়ে ব্যাঙ্কে ধারাবাহিক কর্মী সংকোচন ঘটানো হচ্ছে। ফলে প্রয়োজনীয় সংখ্যার কর্মীর অভাবে অনেক বেশি বাড়তি কাজ করতে হচ্ছে ব্যাঙ্ক কর্মচারীদের। অত্যাধিক কাজের চাপে আত্মহননের ঘটনাও রয়েছে। এর উপর সপ্তাহে টানা ৬ দিন কাজ কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ছে বলেই জানাচ্ছেন ব্যাঙ্ক কর্মী ও আধিকারিক আন্দোলনের নেতৃবৃন্দ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই বুধবার সপ্তাহে পাঁচদিন কর্ম দিবসের দাবিতে দেশব্যাপী ধর্মঘটের আহ্বান জানায় ব্যাঙ্ক ইউনিয়ন সমূহ নিয়ে গঠিত ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ)। সেই আহ্বানে সাড়া দিয়ে এদিন দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন ব্যাঙ্কের বিভিন্ন বিভাগের অফিসার থেকে শ্রমিক কর্মচারীরা।  
পাঁচদিন কর্মদিবসের দাবির পাশাপাশি এদিন ব্যাঙ্ক কর্মচারীরা শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোডের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বেফি) নেতৃবৃন্দ এদিনের ধর্মঘট ও ব্যাঙ্কিং শিল্পের উন্নয়নের দাবির পক্ষে গ্রাহক থেকে বিভিন্ন ক্ষেত্রের মানুষকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।
এদিন সারা রাজ্য এবং দেশের মতো জলপাইগুড়িতেও সকাল থেকেই সমস্ত ব্যাঙ্কের আধিকারিক ও কর্মচারীদের বিভিন্ন শাখার সামনে পিকেটিং করতে দেখা যায়। তাদের একটাই দাবি, দীর্ঘ তিন বছর আগের চুক্তি মোতাবেক কেন্দ্রীয় সরকার সপ্তাহে পাঁচ দিনের কাজের দাবি নানা অছিলায় কার্যকরী করছে না, তাদের আরও হুশিয়ারি, অবিলম্বে পাঁচ দিনে সপ্তাহ চালু না করলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন। আজকের ধর্মঘটে নেতৃত্ব দেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের নেতৃত্ব কমরেড কৌশিক রায়, মৃণাল রায়, অনির্বাণ সরকার, প্রিয়ব্রত সরকার, মানস ঘোষ প্রমুখ।

Comments :0

Login to leave a comment