Malbazar

সদ্যোজাত শিশুপুত্রকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

জেলা

জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পরই নিজের সদ্যোজাত শিশুপুত্রকে হত্যার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের ক্রান্তি ব্লকের খালধূরা উত্তর মাঝগ্রাম এলাকায়। অভিযুক্ত মায়ের নাম রোজিনা বেগম। স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম এলাকার বাসিন্দা জিয়ারুল হকের স্ত্রী হলেন রোজিনা বেগম। সোমবার কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন জিয়ারুল। এই দম্পতির একটি মেয়ে রয়েছে। মঙ্গলবার ভোরে বাড়িতেই একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন রোজিনা বেগম। কিন্তু এদিন সকাল ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, রোজিনা বেগম তাঁর সদ্যোজাত পুত্রসন্তানটিকে খুন করে বাড়ির পাশেই একটি গর্তে রাখছেন।
চাঞ্চল্যকর এই ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত মা রোজিনা বেগম বাড়ি ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশে। ক্রান্তি ফাঁড়ির পুলিশ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
ঠিক কী কারণে মা এই নৃশংস ঘটনা ঘটালেন, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পরিবারে চরম আর্থিক সংকট অথবা মায়ের মানসিক সমস্যার কারণেই এই কাণ্ড ঘটে থাকতে পারে। স্থানীয়দের আরও চাঞ্চল্যকর দাবি, এর আগেও একবার রোজিনা বেগম একইভাবে তাঁর একটি সন্তানকে হত্যা করেছিলেন। এদিন সন্ধ্যা পর্যন্ত অভিযুক্ত রোজিনা বেগম বা তাঁর স্বামী জিয়ারুল হকের কারোরই দেখা মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই বিষয়ে ক্রান্তি ফাঁড়ির ওসি কে টি লেপচা বলেন, ‘‘ সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের তরফে লিখিত অভিযোগের প্রেক্ষিতে খুনের মামলা রুজু করে গা ঢাকা দেওয়া ওই মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খুব শীঘ্রই মহিলা পুলিশের জালে ধরা পড়বেন।’’ আগেও এধরনের ঘটনা ঘটানো ওই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়েরা।
 

Comments :0

Login to leave a comment