বেশ কয়েকদিন ধরেই পুরুলিয়া এক নম্বর ব্লকের সোনাইজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে অন্ধ কুসংস্কার দানা বেঁধেছিল। তৈরি হয়েছিল ভূতের আতঙ্ক। পড়ুয়াদের মধ্য থেকে কুসংস্কার দূর করার লক্ষ্যে বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে পৌঁছায় বিজ্ঞান মঞ্চের একটি দল। তাঁরা ছোট ছোট পড়ুয়াদের সামনে হাতে কলমে পরীক্ষা-নিরীক্ষা করে বুঝিয়ে দেন যে সবকিছুর পেছনে বিজ্ঞান রয়েছে। ভূত বা ভৌতিক শক্তি বলে কিছুই নেই। বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডা: নয়ন মুখার্জি জানিয়েছেন, ওই বিদ্যালয়ের একজন পড়ুয়া কয়েকদিন আগে বাথরুমে অজ্ঞান হয়ে যায়। শারীরিক অসুস্থতার কারণে তাকে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতেও হয়। তারপর থেকে শুরু হয়েছিল বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ভূতের আতঙ্ক। ওই পড়ুয়াটি ভূতের বই পড়তে নাকি ভীষণ ভালবাসে বলে জানা গিয়েছে। এ দিন দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীদের ষ সঙ্গে নানা আলাপচারিতার মধ্য দিয়ে কুসংস্কার বিরোধী প্রচার চালানো হয়। ছিলেন শিক্ষক দেবজ্যোতি চক্রবর্তী বিজ্ঞান মঞ্চের জয়প্রকাশ মাহাতো সহ অন্যান্যরা।
Vigyan Mancha
পড়ুয়াদের মধ্যে কুসংস্কার বিরোধী প্রচার বিজ্ঞান মঞ্চের
×
Comments :0