ফের ঘীস নদীতে মিলল সেনাবাহিনীর মর্টার সেল। ঘীস নদী থেকে উদ্ধার হওয়া ওই মর্টার সেল বৃহস্পতিবার দুপুরে ফাটিয়ে নিষ্ক্রিয় করে সেনাবাহিনী।
উল্লেখ্য, কিছুদিন আগে এমনই মর্টার সেল পাওয়া গিয়েছিল মাল ব্লকের ওদলাবাড়ী ঘীস নদী সংলগ্ন এলাকায়।
কিছুদিন আগে কে বা কারা এই মর্টার সেলটি ঘীস নদী এলাকা থেকে পেয়ে, চরে টাওয়ারের ওপর রেখে দিয়েছিল।
এরপর এই মর্টার সেল দেখে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায়। পুলিশ কয়েকদিন সেলটি পাহারা দিয়ে রাখে। অবশেষে সেনাবাহিনী এসে বেশ কিছু দূরে ঘীস নদীর চরে ফাটিয়ে নিষ্ক্রিয় করে মর্টার সেলটি। স্বস্তি আসে এলাকায়।
স্থানীয়দের ধারণা, বিভিন্ন জায়গার থেকে ডাম্পারে করে যে পাথর ও বালি আনা হয়, তার সাথে হয়ত মর্টার সেলটি চলে এসেছে। সিকিমের বন্যার সময় তিস্তার জলে ভেসে যায় একটি গোটা সেনা ছাউনি। তার পর থেকেই দেড় বছর ধরে বিভিন্ন নদীতে মিলছে এধরনের যুদ্ধাস্ত্র।
ছবি
Comments :0