BDO IC OC Alert

পুলিশ-গুন্ডাদের নিয়ে আরও জালিয়াতির পথে বিডিও’রা

রাজ্য পঞ্চায়েত ২০২৩

BDO IC OC Alert


যেসব ভোট গণনা কেন্দ্রে বিরোধী প্রার্থী ও এজেন্টদের মারধর করে ঢুকতে দেওয়া হয়নি, কলকাতা হাইকোর্টে মামলার জেরে সেই সব জায়গার বিডিও’রা এখন ছুটে বেড়াচ্ছেন পুলিশ ও গুন্ডাদের নিয়ে, যাতে গণনা বা কাউন্টিংয়ের অ্যাটেন্ডেন্স শিটে বিরোধী প্রার্থীবা তাঁর এজেন্টদের উপস্থিতির সই করিয়ে নিতে পারা যায়। তাতে কাউন্টিং হলে বিরোধীদের উপস্থিতি আদালতে ‘প্রমাণ’ করা যাবে। আবার ব্লক অফিস থেকে বিডিওরা জয়ী প্রার্থীদের সার্টিফিকেট জমা দিতে বলছেন বলে জানা যাচ্ছে। বলছেন, আদালতের নির্দেশে নির্বাচন কমিশন এটা চাইছে। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই ঘটনার কথা উল্লেখ করে সিপিআই(এম)’র সমস্ত প্রার্থী বা কাউন্টিং এজেন্টদের সতর্ক থাকার কথা বলেছেন। 

তিনি জানিয়েছেন, যে আসনগুলিতে জোর করে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হয়েছে, সেই সব আসনে অন্য প্রার্থীদের কাছ থেকে লিখিয়ে নিতে বিডিও’রা লোক পাঠাচ্ছেন। গণনা ঠিকভাবে হয়েছে, তা প্রমাণ করতে কাউন্টিং শিটে যেখানে কাউটিং এজেন্টদের সই নেই, সিপিআই(এম)’র এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, সেই এজেন্টদের সই করিয়ে কাউন্টিংকে বৈধতা দিতে চাইছেন। অবশ্যই বিরোধী কাউন্টিং এজেন্টরা তাতে সই করবেন না। তিনি বলেছেন, বিভিন্ন এলাকায় বিডিও এবং ‌থানার আইসি বা ওসি’রা আদালতে জমা দেওয়ার কথা বলে বিরোধী এজেন্টদের কাছে গিয়ে সই করিয়ে নিচ্ছেন জোর করে। এব্যাপারে সতর্ক থাকাতে হবে।

Comments :0

Login to leave a comment