বই | মুক্তধারা
কার্ল মার্কসের সাংবাদিকতা
প্রদোষকুমার বাগচী
কার্ল মার্কস তাঁর কর্মজীবনে সাংবাদিক হিসাবে শ্রমজীবী মানুষের পক্ষে অসামান্য অবদান রেখে গেছেন। মার্কসের শব্দচয়নের বিশেষ বৈশিষ্ট ছিল। তাঁর লেখা থেকে আজকের যুগের সাংবাদিকরাও রসদ সংগ্রহ করেন। স্বনামে ও বেনামে মার্কসের লেখা প্রকাশিত হয়েছে নানা পত্রিকায়। ১৮৪২ সালে মার্কস কোলোনে চলে আসেন, যেখানে তিনি সাংবাদিক হয়ে ওঠেন, র্যা ডিকাল সংবাদপত্র রাইনিশ জেইতুং (রাইনল্যান্ড নিউজ) এর জন্য লেখালেখি করতে থাকেন, সমাজতন্ত্র সম্পর্কে তার প্রাথমিক মতামত তিনি এখানেই প্রকাশ করেন। সাংবাদিক হিসাবেও অর্থনীতিতে তার ক্রমবর্ধমান আগ্রহ ল্য করা যায়। ‘রাজনীতি, বাণিজ্য ও ব্যবসা সংক্রান্ত এই রাইন পত্রিকায় তাঁর লেখা প্রথম বেরিয়েছিল ১৮৪২ সালেঔ। পরে যুক্ত হন এঙ্গেলস। বহু লেখা তাঁরা একসাথে লিখেছেন। তাঁরা নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন ছাড়াও অন্যান্য পত্রপত্রিকায় লিখতেন। মার্কস একটি দৈনিক সংবাদপত্র, নিউ রাইনিশ জেইতুংও প্রকাশ করেছিলেন। ঘটনাবলীর নিজস্ব মার্কসবাদী ব্যাখ্যা দিয়ে ইউরোপ জুড়ে সংবাদ প্রচারের জন্য প্রকাশিত হয়েছিল সংবাদপত্রটি। মার্কস সেখানে একজন প্রধান লেখক ছিলেন। তাছাড়া তাঁর লেখা সম্পাদকীয়গুলি ছিল উল্লেখ করবার মতো। এছাড়াও বিভিন্ন সময় নানা পত্রপত্রিকায় তিনি লিখতেন। নানা অভিযোগে তাঁকে পুলিশী হয়রানির মুখে পড়তে হয়েছিল। কিন্ত প্রতিবারই তিনি খালাস পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই আজ যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, যাঁরা সংবাদপত্রের পাঠক, তারাও জানতে চান একথা যে কেমন ছিল সাংবাদিক মার্কসের জীবন, কোন পরিস্থিতিতে তিনি কাদের জন্য সাংবাদিকতার পথে তিনি অগ্রসর হয়েছিলেন। গণেশ বসুর বইটি থেকে তা জানা যাবে। এটি সাংবাদিক মার্কস সম্পর্কে বাংলা ভাষায় একটি চমৎকার বই।
সাংবাদিকতায় কার্ল মার্কস। গণেশ বসু। সীমান্ত। ২৭ বি টি রোড, কামারহাটি, কলকাতা-৭০০ ০৫৮। ২০০ টাকা।
Comments :0