Vijay Hazare Trophy

সহজ জয় বাংলা ক্রিকেট দলের

খেলা

Vijay Hazare Trophy

চলতি বিজয় হাজারে ট্রফি টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের ম্যাচে অতি সহজেই জয় পেল লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বাংলা ক্রিকেট দল। মিজোরামকে ৯ উইকেটের ব্যবধানে একপেশে ভাবে উড়িয়ে মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা।
ম্যাচে বল হাতে নিজেদেরকে সর্বোচ্চ উচ্চতায় মেলে ধরেছেন প্রদীপ্ত প্রামাণিক, গীত পুরি ও মকেশ কুমার। এঁদের তিন জনের সম্মিলিত পারফরম্যান্স পুরো ম্যাচের চেহারাটাই পালটে দিয়েছে।
ম্যাচে টসে জিতে মিজোরাম দলের অধিনায়ক তারুর কোহলি প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নেয়। 
ব্যাট করতে এসে মিজোরাম ব্যাটাররা কেউ সেভাবে বলার মতো রান করতে পারেনি। সর্বোচ্চ রান বলতে মিডল অর্ডার ব্যাটার জোসেফ লালথানখুমারের। ৪০ বল খেলে ২১ রান করেছেন তিনি। এছাড়া কিছুটা চেষ্টা করেছেন অবিনাশ যাদব। শেষমেশ ৫০ ওভারের খেলায় ২১ ওভার ২ বলে মাত্র ৫৭ রানে অল আউট হয়ে যায় পাহাড়ি অঞ্চলের দল মিজোরাম। 
বিপক্ষের সীমিত টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৬ ওভার ২বলেই জয়ের রান তুলে ফেলে বাংলা ক্রিকেট দল। মাত্র এক উইকেট হারিয়ে। ব্যাট করতে নেমে বাংলার দুই ওপেনারের মধ্যে একজন অর্থাৎ সুদীপকুমার ঘরামী অল্প রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে অপর দিকের ওপেনার ঋত্বিক রায়চৌধুরি করেন দলের হয়ে সর্বাধিক রান। তিনি টি-টোয়েন্টি স্টাইলে করেন ১৫ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস। এছাড়া ওয়ান ডাউনে খেলতে আসা ব্যাটারও সপ্রতিভ থাকেন। উইকেট রক্ষক অগ্নিভ পান করেন প্রশংসনীয় অপরাজিত ২৫ রান। মাত্র ১৪ বল খরচা করে। 
সংক্ষিপ্ত স্কোর-
মিজোরাম- ৫৭ (২১ ওভার ২ বল)
জোসেফ লালথানখুমার (২১), অবিনাশ যাদব (১৪)
বাংলা- ৫৯/১ (৬ ওভার ২ বল)
ঋত্বিক রায়চৌধুরি (২৬*), অগ্নিভ পান (২৫*)।
ম্যাচে বাংলা দল জয়ী ৯ উইকেটে।

Comments :0

Login to leave a comment