Bengal Vijay Merchant Trophy

অধিনায়কের শতরান, বিহারকে হারালো বাংলা

খেলা

শতরান করলেন অধিনায়ক। বিজয় মার্চেন্ট ট্রফির গ্রুপ লিগে বিহারকে হারিয়েও দিল বাংলা। ৪ উইকেট হারিয়ে বাংলা ৪২.৩ ওভারে ২৩৯ রান তুলে জিতে যায়। অভিষেক পোড়েল (৫৫) ও সুদীপ ঘরামি প্রথম উইকেটের জুটিতে ১১১ রান তুলে নেন। সুদীপের অপরাজিত ১০৭, সুমন্ত গুপ্তর ২৯ বলে ৩০ ও করণলালের ৩৯ বলে অপরাজিত ৩৭ বাংলার জয় নিশ্চিত করে।
এর আগে বিহার ৪৯ ওভারে ২৩৫ তুলে অল আউট হয়। বাংলার প্রদীপ্ত প্রামাণিক ৩৪ রানে ৩ উইকেট নেন। মহম্মদ শামি এই ম্যাচে দলে ফিরে ৮ ওভারে ১টি মেডেন সহ ২৮ রানে ১ উইকেট নেন। বাংলা ৫ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। লিগ পর্যায়ে কেবল আর একটি ম্যাচ বাকি। ৫ জানুয়ারি বাংলা খেলবে মধ্য প্রদেশের বিপক্ষে।
এদিন অন্য ম্যাচে তামিলনাড়ু বরুণ চক্রবর্তীর (৫/৯) বিধ্বংসী বোলিংয়ে  জিতেছে মিজোরামের বিপক্ষে। মুম্বাই হারিয়েছে পুদুচেরিকে)। কেরালা জিতেছে ত্রিপুরার বিপক্ষে। পাঞ্জাব হায়দরাবাদকে হারিয়েছে। রাজস্থান হারালো রেলওয়েকে।

Comments :0

Login to leave a comment