Election Commission

যাদের কোন বৈধ কাগজ নেই তাদের জন্য ক্যাম্প করবে কমিশন

রাজ্য কলকাতা

সোনাগাছির ক্যাম্পে সিইও। ছবি অমিত কর

বৈধ ভোটার কিন্তু প্রয়োজনীয় নথি নেই তাদের জন্য কমিশনে প্রয়োজনে নিজেদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে তালিকায় নাম তুলবে। মঙ্গলবার সোনাগাছিতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর সংক্রান্ত বিষয় একটি ক্যাম্প করা হয়। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল বলেন, কমিশনে সংবিধানের ৩২৬ নম্বর ধারা ব্যবহার করে তাদের নাম তুলবে। 
সোনাগাছি সহ রাজ্যের বিভিন্ন অনাথ আশ্রমে বড় হওয়া অনেক ব্যাক্তির এসআইআরের বৈধ কাগজ নেই বাবা মায়ের নাম নেই। তাদের ক্ষেত্রে বিশেষ ক্যাম্প করে তালিকায় নাম তোলার কাজ কমিশন করবে বলে জানিয়েছেন সিইও।
অন্যদিকে এদিন কলকাতার বিভিন্ন জায়গায় বিএলও এবং বিএলএদের সাথে নিয়ে বাড়ি বাড়ি যান ইআরও এবং পর্যবেক্ষকরা। কসবার তিলজলা, যাদপুরের বিভিন্ন জায়গায় যান পর্যবেক্ষকরা। বিএলও এবং রাজনৈতিক দলগুলোর বিএলএদের উপস্থিতিতে ভোটারদের সাথে তারা কথা বললেন। যাদবপুরের ২৮ নম্বর পার্টের ৯ জন ভোটারের একাধিক জায়গায় নাম রয়েছে বলে কমিশনের অ্যাপে ধরা পড়েছে। কিন্তু ভোটারদের দাবি তাদের এক জায়গাতেই নাম আছে। এদিন বিএলও এবং কমিশনের পর্যবেক্ষকরা সেই ভোটাদের থেকে নির্দিষ্ট তথ্য নেন।

Comments :0

Login to leave a comment