প্যালেস্তাইনের লাগাতার বোমাবর্ষণের প্রতিবাদে মিছিল করলেন শ্রমজীবীরা। সিআইটিইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের ডাকে কলকাতায় কেন্দ্রীয় মিছিল হয় মঙ্গলবার। ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত হয় মিছিল
মিছিলে স্লোগান ওঠে বর্বর হামলা বন্ধ করতে হবে। শিশু, নারী, বৃদ্ধদের লাগাতার হত্যা করা হচ্ছে। ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন প্যালেস্তাইনে। তার মধ্যে ৪ হাজার শিশু। রাষ্ট্রসঙ্ঘে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্যালেস্তাইনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে।
স্লোগান উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাম্রাজ্যবাদী শিবিরকে ধিক্কার জানান শ্রমজীবীরা। তাঁরা বলেছেন, সন্ত্রাসবাদ নিকেশের নাম করে নিরীহ মানুষের ওপর বোমাবর্ষণ চলছে। সিআইটিইউ সহ ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, ইজরায়েলের আসল উদ্দেশ্য প্যালেস্তাইনে দখলদারি কায়েম রাখা। সারা বিশ্বের মানুষ প্রতিবাদে শামিল হয়েছে। প্যালেস্তাইনের মানুষের অধিকারের দাবিতে চলবে লড়াই। কলকাতায় মিছিলে অংশ নেন সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক অনাদি সাহু সহ ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।
এদিন প্যালেস্তাইনের জনতার পক্ষে সংহতি জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে।
Comments :0