DA

কর্মীদের ডিএ আটকাতে সুপ্রিম কোর্টে রাজ্য

রাজ্য

DA West Bengal

কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা আটকাতে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত শুক্রবার হাইকোর্টে জানিয়েছে রাজ্য। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২০ মে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ দেয় রাজ্যকে। বিচারপতি হরিশ ট্যান্ডনের নেতৃত্বাধীন এই বেঞ্চের রায় মানেনি রাজ্য। কিছু সময় কাটিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয় রাজ্য সরকারের তরফে। সেই আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট।

কর্মচারীদের তরফে দায়ের করা হয় আদালত অবমাননার মামলা। আদালত রাজ্যের জবাবদিহি তলব করে। জবাবদিহি জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবারই। এদিন রাজ্য সরকার হাইকোর্টে জানিয়ে দেয় যে রায়ের বিরুদ্ধে আবেদন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে।

২০১৭’তে মামলা দায়ের করেছিলেন সরকারি কর্মচারীরা। সেই সময় ৩১ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া ছিল। এই মামলার বিভিন্ন পর্বের শুনানিতে বকেয়া ডিএ মেটানোর পক্ষেই রায় দিয়েছে হাইকোর্ট। কর্মচারীদের সঙ্গত প্রাপ্য আটকাতে কোমর বেঁধে লড়ে যাচ্ছে রাজ্য।

Comments :0

Login to leave a comment