Barasat rally

বারাসতে সভা শুরু, উপচে পড়া জনসমাবেশ

রাজ্য

বারাসাতের কাছারি ময়দানের উত্তর ২৪ পরগনা জেলা সিপিআই(এম)’র ডাকা সভা বাঞ্চাল করতে চেষ্টা চালিয়ে ছিল প্রশাসন। কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশে সভা অনুষ্ঠিত হচ্ছে। বেলা ৩টে থেকে সভা শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষন আগে সভা শুরু হয়েছে। 


সভা শুরু আগে থেকেই প্রখর রোদ উপেক্ষা করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন মাঠ ভরিয়ে দিয়েছে। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, গৌতম দেব, সুজন চক্রবর্তী, দেবলীনা হেমব্রম, পলাশ দাস, মৃণাল চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করছেন পলাশ দাস।


প্রশাসনের পক্ষ থেকে প্রথমে কাছারি ময়দানে সভার অনুমতি দিয়েও সেই অনুমতি বাতিল করা হয়। তারপর কলকাতা হাই কোর্ট থেকে সভার অনুমতি আদায় করে আনে সিপিআই(এম) নেতৃত্ব।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন