Ballots Rescued

ফলপ্রকাশের পর ব্যালট উদ্ধার, চাঞ্চল্য পুরুলিয়ায়

রাজ্য পঞ্চায়েত ২০২৩

Ballots Rescued


গণনা শেষ হবার দুদিন পরে গণনা কেন্দ্রের ডাস্টবিন, জঙ্গল, কূয়ো প্রভৃতি জায়গায় পাওয়া গেল সিপিআই(এম)’র প্রতীকে ছাপ দেওয়া সহ অন্যান্য বিরোধী প্রার্থীদের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পত্র। বৃহস্পতিবার সকালে পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের মুরাড্ডি তে প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পত্র উদ্ধারের ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে। প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকায় দেখা যায়। সিপিআই(এম) কর্মী সমর্থক সহ এলাকার মানুষজন ব্লকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিশাল পুলিশ বাহিনী এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হয়। প্রশাসন থেকে চাপ দেওয়া হয় ওই ব্যালট জমা দেওয়ার জন্য। সিপিআই(এম) এর পক্ষ থেকে দাবি তোলা হয়েছে সাঁতুড়ি ব্লকে পুনর্নির্বাচন। সিপিআই(এম) জেলা সম্পাদক প্রদীপ রায় বলেছেন এইসব ঘটনা প্রমাণ হচ্ছে যে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে ।দলের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছিল যে গণনা সঠিক হয়নি। ধীরে ধীরে এমন অভিযোগ আরো আসবে।

 


ঘটনাস্থল হলো পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের  মুরাড্ডি এস আর বি পি হাই স্কুল। সেটি ছিল ওই ব্লকের সেক্টর অফিস, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্র। বৃহস্পতিবার সকালে স্কুল চত্বরের বিভিন্ন জায়গায় দেখা যায় প্রচুর ব্যালট ছড়িয়ে ছিটিয়ে আছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন ব্যালট দেখা যায়।  সিপিআই(এম) সহ বিভিন্ন বিরোধীদের প্রতীকে ছাপ দেওয়া রয়েছে সেই সমস্ত ব্যালটে। সেটা দেখেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দীর্ঘক্ষন ধরে ব্লকের সামনে চলে বিক্ষোভ। প্রশাসন থেকে ছাপ দেওয়া ব্যালট পেপার জমা দেওয়ার কথা বলা হলেও সাধারণ মানুষ তা জমা দিতে নারাজ। সিপিআই(এম) এর পক্ষ থেকে বিডিওর কাছে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়।

 

Comments :0

Login to leave a comment