Birbhum Explosion

বীরভূমে বিস্ফোরণ, হাত উড়ল কিশোরের

জেলা

Birbhum Explosion


খেলনাসম কিছু ভেবে নাড়াচাড়া করতে গিয়ে সকেট বোমায় উড়েছে এক কিশোরের হাত। আশঙ্কায় জনক অবস্থায় সে চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজে। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্নাহার থানার সরডাঙ্গা গ্রামে। জখম কিশোরের বয়স ১৫ বছর। নবম শ্রেণির ছাত্র। বাবা ভাঙাচোড়া লোহার কারবারি। প্রতিদিনের মত কিশোরের বাবা ভাঙা লোহা, টিন ভাঙ্গা সংগ্রহে বেরিয়ে ছিল এদিনও। রাস্তার পাশে টিনের কৌটোর মত কিছু একটা পড়ে থাকতে দেখে স্বাভাবিক চাহিদায় তিনি তা বস্তাবন্দী করেন। সংগৃহিত বাকি সমস্ত কিছুর সাথে সেটিও বাড়িতে নিয়ে আসে একজায়গায় জড়ো করেন, পড়ে আড়তে বিক্রির উদ্দেশ্যে। 

বাড়িতে নিয়ে আসার পর তাঁর ছেলে ইসরাফিল শেখের সেই কৌটোর মত দেখতে জিনিসটির দিকে চোখ যায়। খেলার ছলে লোহাটাকে আলাদা করার চেষ্টা করে। তখনই আচমকা বোমাটি ফেটে। হাত উড়ে যায় কিশোরের বলে জানা গেছে। স্পষ্ট হয়, আসলে কৌটোটি ছিল সকেট বোমা। বোমার টুকরো ছিটকে পাশে থাকা এক মহিলাও জখম হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বাবা মঞ্জু সেখ জানিয়েছেন, ‘‘লাভপুরের একটি জায়গা থেকে কুড়িয়ে এনেছিলাম লোহার কৌটোটা। সেটাই যে সকেট বোমা বুঝতে পারিনি। বাড়ি আনার পরে এই ঘটনা।’’ 

Comments :0

Login to leave a comment