আফগানিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ। বহু হতাহতের আশঙ্কা। শুক্রবার নমাজের সময় আফগানিস্তানের উত্তরে বাঘলান প্রদেশের রাজধানী পোল-ই-খোমরির ইমাম জামান মসজিদে এই বিস্ফোরণ হয়। শহরের ইমাম জামান মসজিদে নমাজ পড়ার জন্য প্রচুর মানুষ সেই সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত ৪০ জন। বহু মৃত ও আহত মানুষকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে তালিবান সরকার। যদিও সরকারের তরফে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন তালিবান সরকারের সহকারি মুখপাত্র বিলাল করিমি। তিনি বলেন, এই মূহুর্তে আমার কাছে এই বিস্ফোরণের সব তথ্য নেই।
স্থানীয়রা সংবাদ মাধ্যমে জনিয়েছেন খুব জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। অনেক নিহত ও আহত ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুল্যান্সের সাইরেন এখনো শোনা যাচ্ছে। এই বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।
Afghanistan Blast
আফগানিস্তানে বিস্ফোরণ বহু হতাহতের আশঙ্কা
×
Comments :0