rafael nadal retirement

অবসরে রাফায়েল নাদাল

খেলা

rafael nadal ends his career  announce his retirement after lost to nethrerlands in devis cup in malaga ছবি প্রতীকি

 

২৩ বছরের স্বর্ণালী ক্যারিয়ারে ইতি টানলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল । তার দেশ স্পেন ডেভিস কাপে নেদারল্যান্ডসের কাছে হারের পরেই অবসর নিলেন নাদাল । এই সিদ্ধান্ত অবশ্য এই প্রতিযোগিতায় নামার আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন । ২৩ বছরে মোট ৯২ টি শিরোপা জিতেছেন নাদাল । মোট ২২ টি গ্রান্ড স্ল্যাম জিতেছেন নাদাল । মোট ( ২০০৫ , ২০০৬ , ২০০৭ , ২০০৮ , ২০১০ , ২০১১ , ২০১২ , ২০১৩ , ২০১৪ , ২০১৭ , ২০১৮ , ২০১৯ , ২০২০ ও  ২০২২ সাল  ) ১৪বার ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছেন । অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ২০০৯ ও ২০২২ সালে , উইম্বলডন জিতেছেন ২০০৮ ও ২০১০ সালে এবং ইউএস ওপেন জিতেছেন ২০১০ , ২০১৩ , ২০১৭ ও ২০১৯ সালে ।  ' ক্লে কোর্টের রাজা ' নাদালের অবসরের পর তার রাজ্যভার সামলাবেন স্পেনের আলকারেজ । যিনি সদ্য উইম্বলডন জিতেছেন । রোনাল্ডো মেসি দ্বৈরথের পর ক্রীড়াজগতে টেনিসে নাদাল ও ফেডেরারের লড়াইই সবচেয়ে বেশি আকর্ষনীয় হয়ে উঠেছিল । তার অবসরে টেনিসের সম্রাট ফেডেরার জানিয়েছেন যে , নাদালই তাকে  তার  খেলাটাকে মনে করিয়ে দিতো ,  নাদালই তাকে বেশিবার পরাজিত করেছে । এমনকি তার কারণেই ফেডেরারকে তার র‍্যাকেটের সাইজও পরিবর্তন করতে হয়েছিল বলেই তিনি লিখেছেন । নাদালের অবসরে টেনিসসাম্রাজ্য হারালো তার এক বেতাজ সম্রাটকে ।
 

Comments :0

Login to leave a comment