২৩ বছরের স্বর্ণালী ক্যারিয়ারে ইতি টানলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল । তার দেশ স্পেন ডেভিস কাপে নেদারল্যান্ডসের কাছে হারের পরেই অবসর নিলেন নাদাল । এই সিদ্ধান্ত অবশ্য এই প্রতিযোগিতায় নামার আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন । ২৩ বছরে মোট ৯২ টি শিরোপা জিতেছেন নাদাল । মোট ২২ টি গ্রান্ড স্ল্যাম জিতেছেন নাদাল । মোট ( ২০০৫ , ২০০৬ , ২০০৭ , ২০০৮ , ২০১০ , ২০১১ , ২০১২ , ২০১৩ , ২০১৪ , ২০১৭ , ২০১৮ , ২০১৯ , ২০২০ ও ২০২২ সাল ) ১৪বার ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছেন । অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ২০০৯ ও ২০২২ সালে , উইম্বলডন জিতেছেন ২০০৮ ও ২০১০ সালে এবং ইউএস ওপেন জিতেছেন ২০১০ , ২০১৩ , ২০১৭ ও ২০১৯ সালে । ' ক্লে কোর্টের রাজা ' নাদালের অবসরের পর তার রাজ্যভার সামলাবেন স্পেনের আলকারেজ । যিনি সদ্য উইম্বলডন জিতেছেন । রোনাল্ডো মেসি দ্বৈরথের পর ক্রীড়াজগতে টেনিসে নাদাল ও ফেডেরারের লড়াইই সবচেয়ে বেশি আকর্ষনীয় হয়ে উঠেছিল । তার অবসরে টেনিসের সম্রাট ফেডেরার জানিয়েছেন যে , নাদালই তাকে তার খেলাটাকে মনে করিয়ে দিতো , নাদালই তাকে বেশিবার পরাজিত করেছে । এমনকি তার কারণেই ফেডেরারকে তার র্যাকেটের সাইজও পরিবর্তন করতে হয়েছিল বলেই তিনি লিখেছেন । নাদালের অবসরে টেনিসসাম্রাজ্য হারালো তার এক বেতাজ সম্রাটকে ।
Comments :0