১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে উত্তর দম দম পৌরসভার কর্মচারী এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে রক্ত দান শিবির হয়। সিআইটিইউ অনুমোদিত এই কর্মচারী সংগঠনের রক্তদান শিবিরে ছিলেন সিআইটিইউ নেতৃবৃন্দ।
ছিলেন গার্গী চ্যাটাজী, শম্ভু দত্ত চৌধুরী, সুরঞ্জন ত্রিপাঠী, অতসী চক্রবর্তী, দেবায়ন ব্যানার্জি। কর্মচারী ইউনিয়নের জেলা সম্পাদক সঞ্জীব দে, রাজ্য সম্পাদক প্রশান্ত সিংহ রায়, প্রাক্তন পৌর প্রধান সুনীল চক্রবর্তী অংশ নেন।
শিবিরে রক্ত সংগ্রহ করতে আসেন কলকাতার এসএসকেএম হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা। ৫০ জনের বেশি পৌর কর্মচারী রক্ত দান করেন। রক্তদান শিবির হয়েছে উত্তর দমদম পৌরসভার তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবনে।
Comments :0