UEFA CHAMPIONS LEAGUE

চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদ ডার্বি, লিভারপুলের সামনে পিএসজি

খেলা

UEFA CHAMPIONS LEAGUE DRAW ছবি প্রতিকী

শুক্রবারের চ্যাম্পিয়ন্স লিগ ড্র র সূচিতে মুখোমুখী হবে দুই মাদ্রিদ। এছাড়াও রয়েছে লিভারপুল - পিএসজি ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে নামবে মাদ্রিদের দুই জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। আলিয়ানজ এরিনাতে মুখোমুখি হবে দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুরসেন। এছাড়াও আরো একটি ধুন্ধুমার ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও পিএসজি। ইন্টার মিলান খেলবে ফেনারউডের সঙ্গে এবং বার্সিলোনা খেলবে বেনফিকার সঙ্গে। সবকটি ম্যাচই হবে আগামী ৪ মার্চ তারিখে।

Comments :0

Login to leave a comment