BRIDGE COLLAPSED IN PURULIA

বেপরোয়া বালি পাচারে ব্রিজ ধসে পড়ল পুরুলিয়ায়

জেলা

ভেঙে পড়ছে আস্ত কংক্রিটের ব্রিজ। মাঝামাঝি অংশ ধসে নেমে গিয়েছে। পুরুলিয়ায় আড়ষা বেলডিতে কাঁসাই নদীর ওপর ব্রিজের একটি অংশে নেমেছে ধস।

স্থানীয়রা বলছেন, বেপরোয়া বালি তোলা হচ্ছে নদী থেকে। তৃণমূলের নেতারা সরাসরি জড়িত। তার ফলে ধসে পড়ছে ব্রিজ।

পুরুলিয়া শহর থেকে এই এলাকা প্রায় ১১ কিলোমিটার। আড়ষার এই ব্রিজই কম সময়ের মধ্যে যাওয়ার রাস্তা। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে তৈরি হয়েছিল ব্রিজটি। 

স্থানীয়রা বলেছেন তৃণমূলের উন্নয়ন কেমন বোঝাচ্ছে এই ঘটনা। তৈরি কংক্রিটের ব্রিজ ভেঙে পড়ল বালি পাচারের জেরে। বালি পাচারের জেরে নড়বড়ে হয়ে গিয়েছে ব্রিজের ভিত।

Comments :0

Login to leave a comment