পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ছাপ্পা, ভোট লুট, সন্ত্রাস ও খুনের রাজনীতির বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাতে সোচ্চার হওয়ার স্লোগানকে সামনে রেখে প্রতিবাদে সামিল হলেন সিপিআই(এম) কর্মী সমর্থকেরা। সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির ডাকে রবিবার বিকেলে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল। ভেনাস মোড় ঘুরে হিলকার্ট রোড, সেবক মোড়, এয়ারভিউ মোড় হয়ে ফের হিলকার্ট রোড ধরে ফের অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয় মিছিলটি। মিছিলে ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, পার্টি নেতা অশোক ভট্টাচার্য, জয় চক্রবর্তী, দিলীপ সিং, নুরুল ইসলাম প্রমুখ।
জীবেশ সরকার বলেন, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেস ভোট লুট করেছে। সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, নির্বাচনের পরেরদিনও বিভিন্ন জায়গায় বিরোধীদের বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধীদের আক্রমণ ও রক্তাক্ত করেছে। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের খুনের রাজনীতির অন্যতম সহায়ক কারিগর রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানান। একই সঙ্গে সন্ত্রাস মোকাবিলা ও ভোট লুটকে আটকানোর জন্য প্রতিরোধ গড়ে তোলা রাজ্যের প্রতিবাদী মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শাসকদলের সন্ত্রাসে প্রাণ হারানো পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
Siliguri Protest Rally
ভোট লুট, সন্ত্রাসের বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল
×
Comments :0