জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বীরভূমের বোলপুরে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা এখনও অধরা বলেই জানা গেছে পুলিশ সূত্রে। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। গ্রামের ক্যানেল পাড়ে স্বামী ও ছেলের সাথে থাকেন ওই গৃহবধূ। কাজের সূত্রে তাঁর স্বামী ও ছেলে দুজনেই বাইরে ছিলেন। অভিযোগ, দুই যুবক জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে ঢোকেন। বছর পয়ত্রিশের ওই গৃহবধূকে জোরপূর্বক দুইজনে ধর্ষণ করে বলেই বোলপুর থানায় করা অভিযোগে দাবি করেছেন গৃহবধূ। ক্যানেল পাড়ে ফাঁকা জায়গায় বাড়ি হওয়ায় ওই গৃহবধূ চিৎকার কেউ শুনতে পায়নি। কোন রকমে দুই যুবকের হাত থেকে পালিয়ে গৃহবধূ গ্রামেই থাকা নিজের বাবার বাড়িতে ছুটে এসে সমস্ত ঘটনা জানান। এরপর থানায় অভিযোগের পাশাপাশি অসুস্থ গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল জানিয়েছেন, ‘‘ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গৃহবধূর স্বামীকেও পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ধর্ষণের মামলা রুজু করে অভিযুক্ত দুই যুবকের খোঁজে তল্লাশি চলছে’’।
Comments :0