বেঙ্গালুরুর মুসলিম প্রদান এলাকাকে ‘পাকিস্তান’ বলেছেন কর্ণাটক হাইকোর্টের এক বিচারপতি। বিষয়টিতে উদ্বেগ জানিয়ে কর্ণাটক হাইকোর্টের কাছে বিশদ রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট।
কর্ণাটক হাইকোর্টে বিচারপতি বেদব্যসাচার শ্রীশানন্দের এজলাসে বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। বিচারপতি বেঙ্গালুরুর সংশ্লিষ্ট এলাকাকে ‘পাকিস্তান’ বলেন। এক পক্ষের মহিলা আইনজীবীর উদ্দেশ্যে নারীবিদ্বেষী মন্তব্যও করেন তিনি।
শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিষয়টি বিবেচনায় আনে। বেঞ্চ বলেছে, এখন আদালতের শুনানি সোশাল মিডিয়া মারফত সামাজিক নজরদারির আওতায় থাকে। প্রচারও হয় অনেক বেশি। সরাসরি সম্প্রচারও হয়। ফলে বিচারপতিরা আদালতে কী বলবেন না সে সম্পর্কে গাইডলাইন তৈরি করতে হতে পারে। তার আগে এই শুনানি সম্পর্কে বিশদ রিপোর্ট প্রয়োজন।
বেঞ্চে ছিলেন বিচারপতি এস খান্না, হৃষিকেষ রায়, বিআর গাভাই, সূর্য কান্তও।
আগামী বুধবার হবে মামলার শুনানি। তার আগে কর্ণাটক হাইকোর্টকে বিশদ রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
SUPREME COURT
বিচারপতির ‘পাকিস্তান’ মন্তব্যে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
×
Comments :0